Posted by : http://trickmella.com/ Tuesday, 17 March 2015


আমি যে নাম্বারের কথা বলছি তার নাম বিটিএস নাম্বার। BTS হল সম্পূর্ন বাংলাদেশের মালিকানাধীন একটি স্বনামধন্য IPTSP সার্ভিস প্রোভাইডার কোম্পানি। যার IPTSP কোড নাম্বার হল 09601 যা বর্তমানে BTS নাম্বার নামে পরিচিত। বাংলাদেশের কোন IPTSP কোম্পানিরই নিজস্ব ইন্টারনেট ছাড়া আর বিকল্প নেটওয়ার্কের ব্যাবস্থা নেই। বাংলাদেশে সর্বপ্রথম BTS কোম্পানিই Call Back প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সকল নেটওয়ার্কেই এই IPTSP নাম্বার ব্যবহার করার সুবিধা দিচ্ছে। যার ফলে আপনি আপনার যেকোন গ্রামিন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেল নেটওয়ার্কেই 09601 ****** এই রকম IPTSP নাম্বার ব্যাবহার করতে পারবেন।BTS হচ্ছে এক ধরনের IP কানেকশন। এই কানেকশনটি একটি নির্দিষ্ট IP ব্যবহার করে কল তৈরি করে, যা আরেকটি লোকাল কানেকশনের সাথে জুড়ে যেতে পারে।


BTS কিভাবে কাজ করে
BTS নম্বর টা হয় এরকম 09601 ****** । আপনার যদি একটা BTS কানেকশন থাকে আর আপনি যদি একটা নম্বর যেমনঃ 017 64 989 739 এই নম্বরে কল করতে চান তবে আপনাকে
১. আপনার নম্বর থেকে তৃতীয় পার্টির অফিসিয়াল ফোনে বিনা পয়সায় একটা ফোন দিতে হবে।
২. কয়েক সেকেন্ড পরে ফোনটি কেটে যাবে।
৩. আপনাকে তাদের অফিসিয়াল ফোন থেকে ফোন ব্যাক করা হবে। আপনি কলটা রিসিভ করবেন।
৪. তারপর আপনি যে নম্বরে ফোন দিবেন সেই নম্বরটি তুলে # প্রেজ করবেন ।
৫. আপনার কলটি অটোমেটিক্যালি আপনার কাংখিত নম্বরটিকে কানেক্ট করবে।

একটা উদাহরন দিয়ে বিষয়টা পরিস্কার করি। ধরুন আপনি 017 64 989 739 নম্বরে কল করবেন। এক্ষেত্রে প্রথমে আপনি BTS এর তৃতীয় পার্টির অফিসিয়াল নম্বরে ফোন দিবেন (অফিসিয়াল নম্বরটা এটা 09601 900 900) । কলটি কেটে যাবে এবং কল ব্যাক হবে। আপনি রিসিভ করার পর আপনার কাংখিত নম্বরটি তুলে # প্রেজ করবেন । আপনার বন্ধুর কাছে আপনার BTS নম্বর থেকে ( নম্বরটা 096********) ফোন যাবে। তিনি রিসিভ করলে আরামছে কথা বলুন ভ্যাট সহ ৫৮ পয়সা মিনিট দেশের ভেতরে বা বাইরে যেকোনো নম্বরে।


খুশির খবরঃ আপনি আপনার নম্বর থেকে কল করতে পারবেন ঠিকই তবে আপনার BTS নম্বরটিতে কেউ কল করতে পারবে না। কল করলে এমনিতেই কেটে যাবে।

BTS কাদের জন্য

BTS কানেকশনটি তাদের জন্য যারা নিজেদের ফোন নম্বরটি গোপন রেখে কল করতে চান। যেমনঃ একজন তারকা কখনোই নিজের ফোন নম্বরটা সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে যাক তা চাইবেন না। তাই সাধারন কাউকে বা অপরিচিত কারো সাথে যোগাযোগ করার ক্ষেত্রে তিনি এই ধরনের নম্বর ব্যবহার করেন। আবার একজন মহিলার জন্য এই ধরনের নম্বর খুবই ভাল।


কিভাবে পাবেন??? এখন যে কোন কেউই এই নাম্বার ব্যবহার করতে পারছে। এ জন্য নুন্যতম একটা ফোন করে সব জেনে নিতে হবে। অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Popular Post

Blogger templates

Copyright © Tahomid Ahmed | Designer by Tahomid Ahmed | Provided by NilBuzz Team